ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মিশরের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ায় ময়মনসিংহে তানভীরকে সংবর্ধনা

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর কৃতি ছাত্র তানভীর আহমাদ মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের চর খরিচা গ্রামে প্রতিষ্ঠিত মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর কম্পাউন্ডে এই সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হক সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা ইউসুফ আব্দুল্লাহ্, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া পলাশ।

 

এ সময় উপস্থিত ছিলেন মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর শিক্ষা সচিব মাওলানা আহসানুল হক, মাওলানা নোমান আহমদ, মাওলানা এমদাদুল হক, মাওলানা হুজাইফা সালমান, মাওলানা জোবায়ের আহমদ প্রমূখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪