ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রলীগের রি-ইউনিয়ন কমিটি ইউকের সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

বৃটেনের বসবাসকারী মৌলভীবাজার জেলার প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের আত্মার আত্মীয়তা ও প্রাণের সেতুববন্ধন অটুট রাখা ও সবাইকে ঐক্যের বন্ধনে একটি প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কাজ করার দীপ্ত শপথে গঠিত মৌলভীবাজার সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের রি-ইউনিয়ন কমিটি ইউকের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১২ মে) পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্টে বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রি-ইউনিয়ন কমিটির আহবায়ক মৌলভীবাজার জেলার সাবেক তুখোড় ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

 

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রি-ইউনিয়ন কমিটির সদস্য সচিব রুহুল আমীন রুহেল এর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী আকিল আহমদ।

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, কমিউনিটি লিডার মোস্তফা কামাল বাবলু, আব্দুর রশিদ কাজল, নজরুল ইসলাম অকিব, মুহিবুর রহমান খসরু, খয়রুল রব মুকুল, ইকবাল আহমদ, আব্দুল বাছিত, সেলিম আহমদ, শেখ আব্দুর রউফ, মোহিদুর রহমান, দিলু মিয়া, জয়নাল আহমদ, সেলিম আহমদ, কাউন্সিলর কাবিদ আহমদ, রাধা কান্ত ধর, শাহ্ শাফি কাদির, জয়নাল ইসলাম, মোয়াইমিন আহমদ, দেওয়ান ফাহিম আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম বেলাল, মোহাম্মদ আজিজুল আম্বিয়া, আমজাদ হোসেন সানি, এস এম দোলাল আহমদ, রাসেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

 

সভায় সর্বসম্মতিক্রমে সামারের মধ্যে রি-ইউনিয়ন এর সভা অনুষ্ঠান করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩রা জুন সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনে প্রস্তুতি সভায় রি-ইউনিয়ন কমিটির সভা করার সিদ্বাস্ত এবং বিস্তারিত কর্মসূচি চুড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।