ই-পেপার | শনিবার , ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে খাল ভরাট করে বাড়ি নির্মাণ।

আবু নাসের খান লিমন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের খাল দখল করে বাড়িঘর নির্মাণ করতে দেখা গেছে। উপজেলার মারইল (পশ্চিম নওপাড়া) গ্রমের আব্দুল রহমান (৫০), বিরুদ্ধে এ খাল দখলের অভিযোগ উঠেছে।

 

খালটির উৎপত্তিস্থল লৌহজং উপজেলার পদ্মার শাখা ডহরি-তালতলা খাল থেকে।সরকারের পক্ষ থেকে খাল, রাস্তা ও জলাশয় রক্ষার জন্য কঠোর নির্দেশনা থাকলেও সেটির তোয়াক্কা করছেন না এসকল দখলকারীরা। সরকারি এই খালটি ৬০ ফুট পর্যন্ত প্রশস্ত৷ কিন্তু এমন ভাবে ভরাট করে দখল করা হয়েছে খালের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন৷

 

মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, ডহরি-তালতলা খাল থেকে মারইল ও ডহরি নওপাড়া গ্রামের কদম পাগলের বাড়ির পাশ দিয়ে মফু মাতবরের বাড়ি ঘেষে কলমা খালের সাথে মিলিত হয়েছে৷ আগে এ খাল থেকে ২টি বিলের কৃষি কাজের পানি ব্যবহার করতেন চাষিরা। ব্রিটিশ আমল থেকে ২০০০ সাল পর্যন্ত বড় বড় নৌকা ও জাহাজ দিয়ে কৃষকরা ওই খাল দিয়ে পাটসহ বিভিন্ন ফসল হাট-বাজারে আনা-নেওয়া করতেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি প্রবহমান খালটি ভরাট করে বিভিন্ন স্থাপনা বাড়িঘর দোকান নির্মান করে দখল করে ফেলেছে৷ এই খাল দখল করে একটি বসতঘর নির্মাণ করছেন ওই গ্রামের মৃত খালেকের ছেলে আব্দুল রহমান৷ খালের উপর দোকান ঘর ও বসতঘর নির্মাণ করছেন কেনো জানতে চাইলে তিনি বলেন এতে সমস্যা কিসের সরকারের যখন দরকার হবে নিয়ে যাবে আমার বাড়ির সাথে খালের জমি এজন্য তুলছি অন্যেরা যে দখল করেছে ওই গুলো দেখেন না৷ কলমা ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. হানিফ চাকলাদার বলেন, খালটি রহমানের দখলে কিছুটা আছে শুধু রহমান না এই খাল অনেকেই দখল করে রেখেছে মাপের ব্যবস্থা করলে বেড়িয়ে আসতো কে কতটুকু দখল করে রেখেছে৷

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, এসকল খাল দখলকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেয়া হচ্ছে৷

আবু নাসের খান লিমন
মুন্সীগঞ্জ প্রতিনিধি