ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

 

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার নায়েবে আমীর, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের প্রাক্তন সংগঠন সচিব মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী বলেছেন, হেরার জ্যোতিতে দেদীপ্যমান এক বিপ্লবী কাফেলা ইসলামী ছাত্রসমাজ। ঐতিহ্যবাহী এ সংগঠন ঈমানদীপ্ত কর্মসূচি ও সুবিন্যস্ত পাঠ্যক্রমের সমন্বয়ে একদল আদর্শ, যোগ্য, নিবেদিতপ্রাণ সৈনিক গড়ে তোলার কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছে। সকল প্রতিবন্ধকতার জাল ছিন্ন করে এ সংগঠনকে মাঠপর্যায়ে সুসংগঠিত করতে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ককক্সবাজার জেলা শাখা আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জুমাবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। তিনি বলেন, ইসলামী আদর্শের আলোকে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় নিবেদিতপ্রাণ সিপাহসালার তৈরি করতে ইসলামী ছাত্রসমাজ কাজ করছে।

 

এ কার্যক্রমকে তরান্বিত করতে কর্মীবান্ধব, আদর্শিক গুণাবলিসম্পন্ন নেতৃত্বের মাধ্যমে সুশৃঙ্খলভাবে প্রতিটি জনপদে ছাত্রজনতার মাঝে ইসলামী ছাত্রসমাজের দাওয়াত পৌঁছে দিতে হবে। সেই সাথে সাংগঠনিক শাখা-প্রশাখাসমূহকে মজবুত করার ক্ষেত্রে দায়িত্বশীলদের আন্তরিকতার পরিচয় দিতে হবে।

 

সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা সহসভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম। এছাড়াও ছাত্রনেতা হাফেজ নুরুল আলম, হাফেজ মাহদী হাসান, সিরাজুল হক, হাফেজ মিজানুর রহমানসহ বিভিন্ন শাখার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

 

এ প্রতিনিধি সভায় ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- উপজেলা, শহর ও পৌরসভা শাখাসমূহ নবায়ন, স্মারক প্রকাশ ও জেলা সম্মেলন আয়োজন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪