ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে জিপিএ-৫ পাওয়া সেরা ১০ স্কুল

চট্টগ্রাম অফিস:

চট্টগ্রাম: এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এর দিক থেকে সেরা দশ স্কুলের তালিকায় প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৭৪ জন পরীক্ষার্থী।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থান রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে ৪৬৯ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন।

পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৭৭ জন শিক্ষার্থী।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ৪৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩১৫ জন।

তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের ৫৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ৫৪৬ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯৫ জন।

পঞ্চম অবস্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের ৪৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৩৫ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬১ জন।

তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। এ স্কুলে ৫৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫২৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪৭ জন।

জিপিএ-৫ এ সেরার তালিকায় এ স্কুলের অবস্থান সপ্তম অবস্থানে
চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ৩০৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩০৬ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৪ জন।

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ এর দিক থেকে অষ্টম অবস্থানে রয়েছে। এ স্কুলে ৩৩৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে ২১২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সেরাদের তালিকায় নবম অবস্থানে রয়েছে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ৪৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৪৩ জন। জিপিএ ৫ পেয়েছে ১৮৭ জন।

জিপিএ-৫ এর দিকে সেরা দশের তালিকায় রয়েছে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ৫২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। যা গতবারের চেয়ে এবার পাসের হার ৪ দশমিক ৫১ শতাংশ বেশি। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন।