ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার :

নানা কর্মসূচির মধ্যদিয়ে মহেশখালীতে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা। সভায় জনসাধারণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানসহ সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আহবান জানান তিনি।

এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

এইচ এম কাদের,সিএন বাংলা ২৪