ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় বন্যহাতি পিষে মারলো কৃষককে

এমকে আলম চৌধুরী :

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আব্দুস সামাদ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শিকলঘাটা এলাকায় এই ঘটনা ঘটেছে

নিহত কৃষক আবদুস সামাদ ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভিলেজারপাড়ার শরফ উদ্দিনের পুত্র।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, কৃষক আব্দুস সামাদ মাঠ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি বন্যহাতি এসে হঠাৎ আক্রমণ করে। হাতিটি ওই কৃষককে পায়ে পিষে থেঁতলে দিয়েছে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা অনুদান দেওয়া হবে।