ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘মত ও পথ প্রকাশনে’র চারটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত রচিত ‘বত্রিশ কিংবা ৭১’, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ রচিত ‘ভুবনজোড়া শেখ হাসিনার আসনখানি’, কথাসাহিত্যিক নূর কামরুন নাহার রচিত ‘নারী ও সমাজ: প্রাসঙ্গিক ভাবনা’ এবং মোহাম্মদ সজীবুল হুদা ভূইয়া সংকলিত ‘বঙ্গবন্ধু ও প্রসঙ্গকথা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বইগুলো প্রকাশ করেছে মত ও পথ প্রকাশন।

শনিবার (১১ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ড. মো. হাবিবুল্লাহ কনফারেন্স হলে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

বইগুলো প্রকাশ করেছে মত ও পথ প্রকাশনের প্রকাশক এবং ‘মত ও পথ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরে দেশে যে উন্নয়ন হয়েছিল এবং বর্তমানে দেশের যে হারে উন্নয়ন হচ্ছে এবং হয়েছে, সেটি বঙ্গবন্ধুর উন্নয়নের থেকেও অনেক বেশি। ঢাকা থেকে কুমিল্লায় যেতেও একটা সময় চারটা ফেরি পার হওয়া লাগতো। ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লাগতো, সেটা আপনারা কেউ দেখেননি। কিন্তু তারপরও একদল বলবে কিছুই হয়নি, আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি। এগুলো নিয়ে এখন একটা সংগ্রাম চলছে একটা আন্দোলন চলছে। সে আন্দোলন একটা পজিটিভ আন্দোলন। আর সেই আন্দোলনের নেতা হলেন শেখ হাসিনা। এটি কোনো হতাশার আন্দোলন নয়, কোনো নেতিবাচকতার আন্দোলন নয়, এটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আন্দোলন। আর এই আন্দোলনে আপনারা যদি সুদৃঢ়ভাবে সবাই পাশে থাকেন তবেই আমরা আমাদের দেশকে একটি সুন্দর জায়গায় এগিয়ে নিতে পারব।

তিনি আরও বলেন, একটা সময় মত ও পথ পত্রিকা প্রকাশের জন্য বেশ ঝামেলা পোহাতে হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে। কিন্তু তারপরেও এই পত্রিকাটি তার নিয়মিত প্রকাশনা অব্যাহত রেখেছিল। আজ সেটি একটি সুন্দর জায়গায় এসে পৌঁছেছে। আশা করা যায় যে আগামীতেও এটি আরও ভালো করবে এবং ভিন্ন ধারার নতুন প্রকাশনা সামনে আনবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, আমাদের দেশে অনেক পত্রিকায় আছে যেগুলো শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থ বা নিজস্ব স্বার্থ দেখে কাজ করে। কিন্তু ‘মত ও পথ’ সেই জায়গাটা থেকে সম্পূর্ণ আলাদা এবং এটি জাতিসত্তার উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে প্রকাশিত বিভিন্ন লেখনীর মাধ্যমে। এছাড়া এ পত্রিকাটিতে যে সব লেখক লেখেন তারাও নিজেদের চিন্তাভাবনার মাধ্যমে উন্নয়নশীল ভাবনা ভাবেন যা পাঠকের প্রতি আলাদা প্রভাব ফেলে বলেই আমার বিশ্বাস। বর্তমান সময়ে এসে এমন একটি পত্রিকা সত্যিই আমাদের সমাজের জন্য অত্যন্ত জরুরি এবং উপযোগী।

আয়োজনে সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত রচিত ‘বত্রিশ কিংবা ৭১’, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ রচিত ‘ভুবনজোড়া শেখ হাসিনার আসনখানি’, কথাসাহিত্যিক নূর কামরুন নাহার রচিত ‘নারী ও সমাজ: প্রাসঙ্গিক ভাবনা’ এবং মোহাম্মদ সজীবুল হুদা ভূইয়া সংকলিত ‘বঙ্গবন্ধু ও প্রসঙ্গকথা’ গ্রন্থগুলো নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এছাড়া ‘মত ও পথ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রফেসর ফাহিমা খাতুন জানান আগামীতেও আরও নান্দনিকভাবে উপস্থাপন করা হবে মত ও পথ পত্রিকাটি।

২০০৯ সালে ১৫ আগস্ট র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্পাদনা ও প্রকাশনায় যাত্রা শুরু হয় ‘মত ও পথ’ নামে ব্যতিক্রমধর্মী রাজনৈতিক ও আর্থসামাজিক পাক্ষিকের। একইসঙ্গে ২০১৮ সাল থেকে যাত্রা শুরু ‘মত ও পথ’ অনলাইন নিউজ পোর্টালের, যেটি ২০২২ সালে সরকারের নিবন্ধনও লাভ করে।