ই-পেপার | রবিবার , ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তেজগাঁওয়ে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক ,ঢাকা:

রাজধানীর তেজগাঁওয়ে ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের পর কিছু সময়ের জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল। সকাল সাতটায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুণ নেভানোর পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তেজগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক। পুড়ে যাওয়া ট্রেনটিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকালে তেজগাঁও রেলস্টেশনে গিয়ে বেশ কয়েকটি ট্রেন চলাচল করছে। এর আগে ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে।