ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে একদিনে ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত

সিএনএন বাংলা ডেস্ক:

চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৩ জনে।

 

বুধবার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, গত ৯ জুলাই একদিনে সর্বোচ্চ ১১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

 

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৬৪ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৪ জন রোগী। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

 

এদিকে শুধুমাত্র জুলাই মাসের ১৯ দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৫৩ জন এবং জুন মাসে ২৮৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৪৩ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ১৪৪০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

 

আক্রান্তের মতো জুলাইয়ে রেকর্ড পরিমাণ মৃত্যুও হয়েছে। ২০ জনের মধ্যে ১১ জনই মারা গেছে গত ১৮ দিনে। জানুয়ারিতে ৩ জন এবং জুন মাসে ৬ জনের মৃত্যু হয়েছে।

 

মোট আক্রান্ত ১৬৮৩ জনের মধ্যে মহানগরে ১২৫০ জন এবং বিভিন্ন উপজেলায় ৪৩৩ জন আছেন। সীতাকুণ্ড উপজেলায় আক্রান্তের হার সবচেয়ে বেশি, ২১১ জন।

 

এছাড়া হাটহাজারীতে ৩৪ জন, সাতকানিয়ায় ২৯ জন, আনোয়ারায় ২৫ জন, পটিয়ায় ২৩ জন, রাউজানে ২২ জন, মীরসরাইয়ে ২০ জন, বাঁশখালীতে ১৪ জন, কর্ণফুলীতে ১১ জন, লোহাগাড়ায় ১০ জন, বোয়ালখালীতে ৯ জন, রাঙ্গুনিয়া ও চন্দনাইশে ৭ জন, সন্দ্বীপে ৬ জন এবং ফটিকছড়িতে ৫ জন আক্রান্ত হয়েছেন।

 

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগী। চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ডেঙ্গু মশা বাহিত রোগ। ডেঙ্গু থেকে রক্ষায় অবশ্যই মশা নিধনে জোর দিতে হবে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪