ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আলমগীর হোসেন,(খাগড়াছড়ি):

 

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মানিকছড়ি উপজেলা থেকে একটি র‍্যালি বের হয়, পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি, মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম, মানিকছড়ি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক,যোগাযোগ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন, এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান,সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মানিকছড়ি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপজেলা অফিসার কামাল উদ্দিন বলেন ,দুর্যোগ মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপে , দুযোগকালীন সময়ে জনগণের জান মাল রক্ষায় প্রংশার দাবীদার।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪