ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ভুল চিকিৎসায় তরুণীর চেহারা বিকৃত

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

এলার্জি ও চর্মরোগে আক্রান্ত ২১ বছরের এক তরুণী চিকিৎসার জন্য যান ডাক্তারের কাছে। ডাক্তার ভুল চিকিৎসা দিয়ে ওই তরুণীর চেহেরাসহ গোটা শরীর বিকৃত করে দিয়েছে। তরুণীর শরীর ও চেহেরা হয়ে উঠেছে ভয়ংকর প্রকৃতির। এ ঘটনাটি ঘটেছে ফুলবাড়িয়া উপজেলার দেওখলা বাজারের কাদের ফরাজী ডায়াগনস্টিক সেন্টারে।

তরুণী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আটারদানা এলাকার মোঃ সেলিম রানা ও জেসমিন আক্তারের মেয়ে সুরাইয়া ফাতেমা (২১)।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তরুণী সুরাইয়া ফাতেমা (২১) এর শারীরিক অবস্থা ভালো নেই। শরীর ও চেহেরা একেবারে বিকৃত হয়ে গেছে। যে কেউই তাকে দেখলে ভয় পাবে। শরীর ও চেহেরা ভয়ংকর প্রকৃতির রূপ নিয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী তরুণী সুরাইয়া ফাতেমার মা মোছাঃ জেসমিন আক্তার বাদী হয়ে কাদের ফরাজী ডায়াগনস্টিক সেন্টার ও ডাঃ এস, এম, মিজানুর রহমান (পলাশ) এর নামে ফুলবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪