ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাতিয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান

হানিফ সাকিব, হাতিয়া :

ইঁদুরের দিন হবে শেষ গড়বো সোনার বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী হাতিয়া জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ৩০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জসিম উদ্দিন’র সঞ্চালনায়,উপজেলা নির্বাহি কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যাহ,বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল বাছেদ সবুজ।

 

এছাড়াও উপস্থিত বক্তব্য রাখেন, সাংবাদিক ইফতেখার হোসন তুহিন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন,তমরউদ্দি ইউনিয়ের কৃষক মো: সাহাব উদ্দিন।উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: নুর উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দাউদ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মাহমুদুল হাসান, প্রমুখ।

 

সভায় বক্তারা ইঁদুর নিধনের জন্য আরো উন্নত প্রযুক্তি উদ্ভাবনের জন্য কৃষ দপ্তরের প্রতি আহবান জানান।উক্ত ইঁদুর নিধন অভিযানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিকসহ কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন।