ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ১২৫ জন হজযাত্রীর অংশগ্রহণে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট্রের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হজ যাত্রীদের হজ পালন সহজতর করার লক্ষ্যে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট্রের দিনব্যাপী ফ্রি হজ প্রশিক্ষণ কোর্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) সকাল সোয়া ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মৌলভীবাজার পৌর শহরতলীর মোস্তফাপুর সড়কস্থ ধরকাপন এলাকার রুমেল কমিউনিটি সেন্টারে চলমান প্রশিক্ষণে হজের মাসলা-মাসায়েল তথা নিয়ম-পদ্ধতি সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে সচিত্র তথ্যাদি উপস্থাপন করে ফ্রি প্রশিক্ষণ প্রদান করেন হজ, উমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন।

প্রশিক্ষণে মৌলভীবাজার জেলা সহ পাশ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন এলাকা থেকে আসা ১২৫ জন হজযাত্রী অংশগ্রহণ করেন। এছাড়ার অংশগ্রহণকারীর সাথে আসা আরও শতাধিক আত্মীয়-স্বজনও এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও নারী হজযাত্রীদের জন্য পর্দার আড়ালে থেকে প্রশিক্ষণ গ্রহণের সু-ব্যবস্থা ছিল।

প্রশিক্ষক তানভির হোসাইন হজ প্রশিক্ষণের গুরুত্ব প্রসঙ্গে বলেন, বাংলাদেশের একজন হজযাত্রী সারাজীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ্ব পালনের জন্য সৌদি আরব গমন করেন। কিন্তু হজের বিধি-বিধান, যাতায়াত, খাবার, সৌদি আরবে চলাফেরা, স্বাস্থ্য সচেতনতা সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে যথাযথভাবে অবহিত না থাকার কারণে হজযাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখিন হন। হজ পালনে সমস্যা দেখা দেয়। ক্ষেত্রবিশেষ হজ পালন ত্রুটিযুক্ত হয়ে যায়। সেজন্য দেশ থেকে নিয়ম-কানুন জেনে তা যথাযথভাবে মানলে হজপালন অনেকটা সহজ হয়ে যায়।

তিনি হজ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, হজ পালন অবস্থায় পবিত্রনগরী মক্কায় প্রচন্ড গরম অনুভব হবে। মসজিদে হারাম এলাকায় কোল্ড ও নট কোল্ড দু’ধরণের পানি থাকে। এক্ষেত্রে সবাইকে সতর্কতা অবলম্বন করে তিনি নট কোল্ড পানি পান করার পরমর্শ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী হজযাত্রীরা উপকৃত হবেন।

প্রশিক্ষণ পরবর্তী ট্রাষ্ট্রের অন্যতম পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ ফারুক আলম এবং বিশেষ অতিথি মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সেলিম হক হজযাত্রীদের হাতে হজ পালনকালে প্রয়োজনীয় জিনিস উপহার হিসেবে তুলে দেন।

ট্রাষ্ট্রের পরিচালক সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের মৌলভীবাজার প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক শাহ্ আব্দুল ওয়াদুদ, সাবেক ব্যাংক কর্মকর্তা জিয়াউল হক বুলবুল, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সৈয়দ আজিজুল ইসলাম তোহেল সহ অন্যান্যরা।

 

পরে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

মবশ্বির-রাবেয়া ট্রাস্ট্রের উদ্যোগে দিনব্যাপী ফ্রি পবিত্র হজ প্রশিক্ষণ শেষে প্রতি বছরের ন্যায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী হজযাত্রীদেরকে পবিত্র হজ পালনকালীন প্রয়োজনীয় হজ নির্দেশিকা, পিঠের বেগ, কোমরের বেল্ট, সেন্ডেলের বেগ, পাসপোর্টের বেগ, হাওয়া বালিশ ও কাংকরের বেগ ইত্যাদি উপহার সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়। এছাড়াও প্রশিক্ষণকালীন সময়ে চা-নাস্তা, জোহরের নামাজ এবং দুপুরের খাবারের ব্যবস্থা ছিল।