ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের সম্পাদক জাহাঙ্গীর আজাদকে বিদায় সম্মাননা স্মারক

বার্তা পরিবেশক:

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার অনন্য স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আজাদ এর প্রবাস গমন উপলক্ষে সংগঠনের পক্ষে বিদায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এসময় সংগঠনের উপদেষ্টা এডভোকেট মোবারক হোসাইন সাঈদ, প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ, কার্যকরী কমিটির সভাপতি জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

উপদেষ্টা এড. মোবারক হোসাইন সাঈদ এসময় জাহাঙ্গীর আজাদের বিদায়ী স্মতিচারণ করে অতীতে ইতিবাচক কাজের প্রশংসা করেন।

প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ তার বিদায়ে অপূরণীয় ক্ষতি হবে বলে তার বক্তব্যে জানান। সভাপতি জয়নাল আবেদীন বলেন, সহযোদ্ধা আজাদের বিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে, তবু্ও নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষে সাময়িক বিদায় দিতে হচ্ছে।
বিদায় বেলায় জাহাঙ্গীর আজাদ বলেন, দূর দূরান্তে যেখানে থাকিনা কেনো অতীতের মতো সংগঠনের পাশে থেকে কাজ করে যাবো।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪