ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ওপর হামলা: সশস্ত্র আরসা সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:সিএনএন বাংলা২৪:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এঘটনায় অভিযান চালিয়ে সশস্ত্র আরসা সদস্য আরাফাত (২৫) কে গ্রেফতার করেছে এপিবিএন। শনিবার (১০ জুন) সকালে উখিয়া উপজেলার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৪ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার আরাফাতের নিকট থেকে একটি একনলা বন্দুক, ১ রাউন্ড গুলি ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। আরসা সদস্য আরাফাত ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা মুহাম্মদ তাহেরের পুত্র।

৮ এপিবিএন’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, বিশেষ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীরা পুলিশের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এতে পুলিশের চারজন সদস্যের পা, হাঁটু, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার সশস্ত্র সদস্য আরাফাতকে গ্রেফতার করে। তার নামে উখিয়া থানায় দুইটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪:

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট