ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে কালবৈশাখী তান্ডব:জিইসি মোড়ে গাছ বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়েছে !

ডেস্ক নিউজ,চট্রগ্রাম:

গতকাল ও আজ ভোরে প্রচন্ড ঝড়ে সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ট্রান্সফার মিটার ভেঙে পড়েছে !

 

তাৎক্ষণিক যান বাহন চলাচল বন্ধ, চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ ,নগরীর জিই সি মোড় ওমর গনি এম ই এস কলেজের সামনে ও আল পাশের কয়েকটি স্থানে কাল বৈশাখী ঝড় তান্ডব হয় বলে জানিয়েছেন আম‌বাগান আবহাওয়া অফিসের দায়িত্বশীল ব্যক্তি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনা স্থলে চসিকের পরিচ্ছন্ন টিম,সড়ক বিভাগের কর্মরত সদস্যরা উপস্থিত থেকে মূল সড়ক ও ফুটপাতে পথচারীদের চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করার জন্য কাজ করে যাচ্ছেন।