ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় ট্রাকের চাপায় অটোরিক্সার যাত্রী নিহত

মোস্তাফা কামালউদ্দিন, চকরিয়া:

চকরিয়ার মানিকপুর সড়কে ডাম্পার-সিএনজি সংঘর্ষে আবুল কাশেম নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন শুরুতর আহত হয়েছে। বুধবার 2 আগস্ট দুপুর 1টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মাকিপুর সড়কের ফুইটট্টাচারা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্যকমল্পেক্স নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

 

’নিহত মেহাম্মদ হাশেম মানিকপুর 0৩নং ওয়ার্ড বড়ুয়ার টেক এলাকার গুরা মিয়ার সন্তান। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উপর চাপা পড়ে এতে সিএনজির ১ জন যাত্রী নিহত হয়। সুরাজপুর-মানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম এঘটনায় 1 জন ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে করেন এবং স্থানীয়দের সহায়তায় ট্রাকের চালককে পুলিশ প্রশাসনের কাছে হস্তানন্তা করা হয়েছে বলে জানান।

 

হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এদিকে চকরিয়া থানা পুশিশ দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে চকরিয়া থানা হেফাজতে রেখেছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪