ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানী খিলক্ষেত কুড়াতলি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি মারা গেছেন। তার নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় খিলক্ষেত কুড়াতলি এলাকার রেললাইনে ওই ব্যক্তি মারা যান।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি সহকারী উপ-পরিদর্শক সানুমং মারমা এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।