ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় অটোরিকশা শ্রমিক ইউনিয়নের মে দিবস র‍্যালি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন (২০১৪) এর উদ্যোগে মহান মে দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে র‍্যালিটি রোয়াজারহাট থেকে শুরু করে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে রাঙ্গুনিয়া ক্লাবস্থ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আজিম মনু।

 

প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা যুব লীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। সাধারণ সম্পাদক জফুর হাজী এর সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, অর্থ সম্পাদক মো. এনাম, সদস্য মোহাম্মদ হারুন, মো. মনছুর, রেজাউল করিম, মো. নাঈম প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে বদিউল খায়ের লিটন চৌধুরী জানান, শ্রমিকরা সুন্দর জীবনের স্বপ্ন দেখে হাড় ভাঙা পরিশ্রম করে যায়। কিন্তু তাদের সে শ্রমের সঠিক মূল্যায়ন না হওয়ায় স্বপ্ন পূরণ হয় না। তাই শ্রমিকদের সঠিক মূল্যায়ন যেনো হয় এবং যেনো ন্যায্য অধিকার পায় সেটা যেনো নিশ্চিত করা হয়।”