সেলিম উদ্দীন, কক্সবাজার
‘অবৈধ বন্যপ্রাণির বাণিজ্য বন্ধ করি। এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (১৬ আগস্ট) দুপুরে কক্সবাজারের চকরিয়া মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে বিশ্ব হাতি দিবসের র্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
কক্সবাজার উত্তর বন বিভাগ ও মেদাকচ্ছপিয়া সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে, ইউএসএআইডির ইকো লাইফ প্রকল্প ও নেকম এর সার্বিক সহযোগিতায় এ দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ । শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেদাকচ্ছপিয়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন।
প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ পাঠ করেন ইকো লাইফ প্রকল্পের এনআরএম ফ্যাসিলিটেটর সাইদুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এনআরএম ও ক্লাইমেট চেইঞ্জ ম্যানেজার মোঃ আব্দুল কাইয়ুম।
এছাড়া ফাঁসিয়াখালী সিএমসির, কোষাধ্যক্ষ এলমুন্নাহার মুন্নী, মেদাকচ্ছপিয়া সিএমসির সহ-সভাপতি রাজিয়া সুলতানা, সাংবাদিক সেলিম উদ্দীন, পরিবেশ ক্লাবের সদস্য মরিয়ম জান্নাত ও ইসমাম হোসেন, বন সংরক্ষন ক্লাবের মো: মোরশেদ, ইআরটির সদস্য আশরাফুল হাকীম, কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমা সিদ্দিকা, খুটাখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, ইকো লাইফ প্রকল্পেরের সাইট অফিসার সিরাজুম মনির ও মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা আলাউদ্দিন বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন স্কুল, পরিবেশ ক্লাব ও ইআরটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।