ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়া মেদাকচ্ছপিয়ায় ইকো লাইফ প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাতি দিবস উদযাপিত

 

সেলিম উদ্দীন, কক্সবাজার

‘অবৈধ বন্যপ্রাণির বাণিজ্য বন্ধ করি। এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (১৬ আগস্ট) দুপুরে কক্সবাজারের চকরিয়া মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে বিশ্ব হাতি দিবসের র্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

 

কক্সবাজার উত্তর বন বিভাগ ও মেদাকচ্ছপিয়া সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে, ইউএসএআইডির ইকো লাইফ প্রকল্প ও নেকম এর সার্বিক সহযোগিতায় এ দিবস পালন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ । শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেদাকচ্ছপিয়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন।

 

প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ পাঠ করেন ইকো লাইফ প্রকল্পের এনআরএম ফ্যাসিলিটেটর সাইদুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এনআরএম ও ক্লাইমেট চেইঞ্জ ম্যানেজার মোঃ আব্দুল কাইয়ুম।

 

এছাড়া ফাঁসিয়াখালী সিএমসির, কোষাধ্যক্ষ এলমুন্নাহার মুন্নী, মেদাকচ্ছপিয়া সিএমসির সহ-সভাপতি রাজিয়া সুলতানা, সাংবাদিক সেলিম উদ্দীন, পরিবেশ ক্লাবের সদস্য মরিয়ম জান্নাত ও ইসমাম হোসেন, বন সংরক্ষন ক্লাবের মো: মোরশেদ, ইআরটির সদস্য আশরাফুল হাকীম, কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমা সিদ্দিকা, খুটাখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, ইকো লাইফ প্রকল্পেরের সাইট অফিসার সিরাজুম মনির ও মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা আলাউদ্দিন বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন স্কুল, পরিবেশ ক্লাব ও ইআরটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪