ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘নামাজ শিক্ষার বই’ বিক্রি করতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালো শিশু

নিজস্ব প্রতিবেদক ,ঢাকা:

রাজধানীর গুলিস্তানে দুই বাসের মধ্যে চাপা পড়ে মো. সুমন (৮) নামে এক শিশু হকার নিহত হয়েছে। সুমন বিভিন্ন বাসে নামাজ শিক্ষার বই বিক্রি করত।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে গুলিস্তান সার্জেন আহাদ পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সুমনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

 

স্বজনরা জানিয়েছে, নিহত সুমন শেরপুর জেলার নকলা থানার পাইকশা গ্রামের আব্দুল সামাদের ছেলে। বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় ভাসমান অবস্থায় থাকত সে।

তাকে হাসপাতালে নিয়ে আসা কমিউনিটি পুলিশ সদস্য বাবু বলেন, ‘নিহত শিশুটি বিভিন্ন গাড়িতে নামাজ শিক্ষার বই হকারি করে বিক্রি করত। আজ বিকেলের দিকে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে একটি বাস পেছন দিকে ব্যাক করছিল। তখন দুই বাসের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’