ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৫ সদস্য গ্রেফতার : অস্ত্র ও গুলি উদ্ধার

আবদুল লতিফ বাচ্চু: উখিয়া :

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নবী হোসেন গ্রুপের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন। এসময় ৫ টি বিদেশী পিস্তল, গোলা বারুদ ও নগদ টাকা উদ্ধার করেছে অভিযানিক দল।

 

উখিয়ার রাজাপালং এর এপিবিএন পুলিশের সদর দপ্তরে ২৮ এপ্রিল বেলা ১২ টার দিকে সাংবাদিক সম্মেলনে এ খবর নিশ্চিত করেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ২৮ এপ্রিল দিবাগত রাতে বালুর মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প ২/ওয়েস্ট, ব্লক ডি/৯ এর মৃত কবির আহমদের পুত্র আলোচিত নবী হোসেন গ্রুপের অন্যতম সহযোগী রোহিঙ্গা জোবায়েরর বসতগৃহ তল্লাশি চালিয়ে ১৪ এপিবিএন পুলিশের অভিযানিক দল ৫ টি বিদেশী পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড ফাইভ স্টারের গুলি, ৭ রাউন্ড মাঝারি ফাইভ স্টারের গুলি, ২ রাউন্ড ছোট ফাইভ স্টারের গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্ট গানের কার্তুজ ও নগদ ৫০ হাজার টাকাসহ জোবায়ের (২২), দিল মোহাম্মদ, মোহাম্মদ খলিল, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ উল্লাহকে কে আটক করে।

 

১৪ এপিবিএন পুলিশের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের কমান্ডার অংশু কুমার দেব’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট