ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবার সংসারে অভাব, প্লাস্টিকের তৈরি কলম বিক্রি করে চলে লেখাপড়ার খরচ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের তালুক শিমুলবাড়ি গ্রামে হাসেন আলীর ছেলে হাসানুর রহমান হারা ।

হাসানুর রহমান শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করে ফুলবাড়ী ডিগ্রী কলেজে দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করছেন।

ইউটিউব দেখে কাগজের তৈরি পরিবেশ বান্ধব কলম তৈরি করে রীতি মতো সাড়া ফেলেছে এলাকায় শারীরিক প্রতিবন্ধী হাসানুর রহমান হারা, পরিবেশ দূষণ ও প্লাস্টিকের ব্যবহার রোধে, পরিবেশবান্ধব কলম তৈরিতে ব্যবহার করেন রঙিন কাগজ, আঠা, শিষ। বাবা হাসেন আলীর সংসারে অভাব অন্টন থাকায় কাগজের তৈরি কলম বিক্রি করে নিজের লেখাপড়ার খরচ যোগাচ্ছেন বলেও জানিয়েছেন হাসানুর।

এদিকে হাসানুরের তৈরি কাগজের কলম দেখতে প্রতিনিয়ত বাড়িতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। কাগজের তৈরি একটি কলম তৈরিতে ৩ থেকে ৪ টাকা খরচ, নিজের কলেজ সহ বিভিন্ন জায়গায় ৫ থেকে ৭ টাকায় বিক্রি করছেন । হাসানুর রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও সুধী সমাজ।

কাগজ দিয়ে তৈরি করা কলম দেখতে আসা দর্শনার্থী রহিম ও মাহাফুজার জানান, হাসানুর রহমান হারা একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ হয়েও কাগজ দিয়ে কলম তৈরি করছেন সেটি দেখতে আমরা এসেছি, তার এই অসাধারণ প্রতিভা দেখে আমরা মুগ্ধ।

ছেলের এমন উদ্যোগে খুশি হাসানুরের বাবা হাছেন আলী তিনি জানান, সংসারিক অবস্থা তেমন ভালো না কলম তৈরি করে তা বিক্রি করে যে আয় হয় তা দিয়ে হাসানুর রহমান তার লেখাপড়া খরচ চালায়। আমার এই ছেলেটিকে সরকারি ও বেসরকারিভাবে সাহায্যের আবেদন জানাচ্ছি।

হাসানুর রহমানের সহপাঠী রনি ও কবির জানান, আমাদের বন্ধু হাসানের প্রতিভা দেখে আমরা রীতিমতো অবাক, এছাড়া সে তার নিজের তৈরি করা কলম কলেজে বিক্রির জন্য মাঝে মাঝে আসে আমরা নিজেরাও কিনি এবং অন্যদেরকে তা কিনতে উদ্বুদ্ধ করি।

হাসানুর রহমান জানান, বর্তমান যুগে প্লাস্টিকের যে অপব্যবহার ক্ষতিকর অবস্থা সেটি কিভাবে কমিয়ে আনা যায় সেই চিন্তা থেকে আমি এই কাগজের কলম তৈরি করি। এছাড়াও ভবিষ্যতে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার জন্য নতুন নতুন উদ্ভাবন করব।

ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম তিনি জানান, কাগজ দিয়ে পরিবেশবান্ধ কলম তৈরি করছে হাসানুর রহমান, তার এই উদ্যোগের জন্য তাকে স্বাগত জানাই। সেই সঙ্গে তাকে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান জানাচ্ছি।