ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জালালাবাদের বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ‘জাগ্রত জালালাবাদ’

অ্যাডভোকেট মোবারক সাঈদ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বন্যাকবলিত,পানি বন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছে ‘জাগ্রত জালালাবাদ’।

 

টানা প্রবল বৃষ্টি,পাহাড়ি ঢলে জালালাবাদের ওই ওয়ার্ড সমূহে বাড়িঘর, রাস্তাঘাট প্লাবিত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত পরিবার সীমাহীন সমস্যার সম্মুখিন হয়েছে। ভূক্তভোগীরা নীরব কান্নায় জর্জরিত।

 

জাগ্রত জালালাবাদের আহবায়ক মুহাম্মাদ আব্দুল্লাহ জানান, জাগ্রত জালালাবাদ অতীতের মতো মানবিক কাজের ক্রমের গতিশীলতা বজায় রেখে মানবতার পাশে সবসময় দাঁড়াবে।

 

জাগ্রত জালালাবাদের প্রাক্তন সভাপতি, এডভোকেট মোবারক সাইদ বলেন, ঈদগাঁও উপজেলায় জাগ্রত জালালাবাদ নামক সংগঠন মানবিক কাজের মাধ্যমে অতীতেও সবার দৃষ্টি আকর্ষণ করেছিলো এবং ভবিষ্যতেও এই মানবিক এবং মানবতার কাজের ইতিবাচক ক্রমধারা অব্যাহত রাখবে।

 

তিনি বলেন, জাগ্রত জালালাবাদের সদস্যরা বন্যায় প্লাবিত ও পানিবন্দী বাড়িঘরে উপস্থিত হয়ে রান্না করা খাবার বিতরণ করেছে।

নিঃসন্দেহে এহেন সামাজিক ও মানবিক কাজগুলো তরুণ সমাজ দেখে আরও উৎসাহিত হবে বলে প্রত্যাশা করছে সংগঠনের নেতারা।

 

এইচ নএম কাদের.সিএনএন বাংলা২৪