পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়ায় ধরিত্রী দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (২ এপ্রিল) বিকেলে মানববন্ধন ও পথসভা পেকুয়া বাজার কহলখালী চত্ত্বর ও গ্রীণ র্বাড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় ।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন সাংবাদিক জালাল উদ্দিন, উপকূলীয় মুক্ত রোভার স্কাউট গ্রুপের টিম লিডার ছাদেকুর রহমান। দিবসের মূল বক্তব্য তুলে ধরেন পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন । এসময় নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।