ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে টাকা বিতরণকালে মেয়র প্রার্থীর সমর্থক আটক

সিএনএন বাংলা২৪,কক্সবাজার:

কক্সবাজার পৌর নির্বাচনে রাতে টাকা বিতরণকালে মোহাম্মদ ইসমাইল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার রাত ১১টার দিকে কক্সবাজার শহরের রুহুল আমিন স্টেডিয়ামের সামনে ভোটারদের মাঝে টাকা বিতরণকালে তাকে হাতেনাতে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। এরপর তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটক মোহাম্মদ ইসমাইল কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদের পক্ষে টাকা বিতরণ কথা স্বীকার করেন। তবে আটক ব্যক্তির দাবি তিনি ভোট কিনতে নয় কর্মীদের টাকা দিতে এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল নারকেল গাছ প্রতীকের সমর্থকরা ভোটারদের টাকা বিতরণ করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচলনা করে একজনকে আটক করি। তখন ওই ব্যক্তির কাছ থেকে ২২৬০ টাকা জব্দ করা হয়। কক্সবাজার পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

তবে এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদের সঙ্গে যোগাযোগের জন্য তার নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪: