ই-পেপার | শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে কোটি টাকার হাতির দাঁতসহ রামুর যুবক গ্রেফতার

আবুল ফয়েজ চৌধুরী, চট্টগ্রাম :

চট্টগ্রাম মহানগরীতে বন্যহাতির দুই কেজি দাঁতসহ রামুর মো. শাহনেওয়াজ বাবলু (৩৫) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহনেওয়াজ বাবলু কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামের মৃত ইদ্রিসের ছেলে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গি বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে শাহনেওয়াজ বাবলুকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় উচ্চমূল্যে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালী থানায় পাঠানো হয়েছে। উদ্ধার দুই কেজি দাঁতের মূল্য আনুমানিক এক কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।