ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্রেটার সিলেট ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স ট্রেজারার এর সাথে সাউথ ওয়েলস রিজিওনাল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

গ্রেটার সিলেট ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স ট্রেজারার ও বর্তমান গ্রেটার সিলেট কমিউনিটির অন্যতম উপদেষ্টা কমিউনিটি লিডার ও সমাজসেবক মাহিদুর রহমান বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে ২০ এপ্রিল এক সংক্ষিপ্ত সফরে এলে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা মিলিত হোন।

 

মতবিনিময় সভার শুরুতেই সংগঠন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠন এর নেতৃবৃন্দ মাহিদুর রহমানকে স্বাগত জানান। মতবিনিময় সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম ও আগামী দিনের অগ্রযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়েছে।

 

মতবিনিময় সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেট কমিউনিটির উপদেষ্টা সমাজসেবক মাসুদ আহমেদ, সাউথ ওয়েলস শাখার কনভেনার মুজিবুর রহমান মুজিব, জয়েন্ট কনভেনার ইউসুফ খান জিমি, জয়েন্ট কনভেনার এম আসরাফ হোসেন, জয়েন্ট কনভেনার শাহ্ গোলাম কিবরিয়া, সদস্য সচিব রকিবুর রহমান, সদস্য জুবায়ের আহমেদ, মোহাম্মদ ফয়ছল মনসুর, আতিকুল ইসলাম ও শামীম আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে গ্রেটার সিলেট ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স ট্রেজারার ও বর্তমান উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি লিডার মাহিদুর রহমান মতবিনিময় সভায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর ও সদস্য সচিব ডক্টর মুজিবুর রহমান এর নেতৃত্বে একটি শক্তিশালী টিম কমিউনিটির উন্নয়নে ও মানবতার কল্যাণে ঐক্যের বন্ধনে কাজ করার যে দীপ্ত শপথ নিয়েছেন, তাঁদের প্রতি আমারও পূর্ণ সমথর্ন রয়েছে। এই সংগঠনের আগামী দিনের পথচলায় আমাদের সবাইকে সহযোগিতা করার উচিৎ বলে উল্লেখ করে তিনি কমিউনিটির সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।