ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

জেলার আড়াইহাজারে কবিরাজের কাছে যাবার পথে রাস্তা থেকে তুলে নিয়ে (২২) বছর বয়সী এক গৃহবধূকে ব্রহ্মপুত্র নদের পাড়ে রাস্তার পাশে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর পৌরসভার মাঝেরচর এলাকায় এই ঘটনা ঘটে।
পরদিন বুধবার (৩ জানুয়ারি) এ ব্যাপারে ধর্ষণের শিকার বাদী হয়ে আড়াইহাজার থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

গৃহবধূ উপজেলার পাঁচগাও দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তাররা হলেন – মাধবদীর রহিমদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে পারভেজ মিয়া (২৬), আড়াইহাজারের কামরানীরচর এলাকার ইলিয়াছ মোল্লার ছেলে রনি মোল্লা (২৩), মাঝেরচর এলাকার কাশেমের ছেলে কামরুল ইসলাম (৩০) ও মাধবদীর দস্তরদী এলাকার হজরত আলীর ছেলে শাহাজালাল (২৭)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ওই সময় বাড়ি থেকে আসামি কামরুল ইসলামের অটোরিকশায় চড়ে রহিমদী এলাকায় এক কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন ভুক্তভোগী গৃহবধূ। পথে ব্রহ্মপুত্র নদের পাশের রাস্তায় গিয়ে গাড়ি নষ্ট হয়ে গেছে বলে কামরুল রাস্তার পাশে থামায়। এসময় পাশে ওৎ পেতে থাকা বাকি অভিযুক্তরা এসে কামরুলের সহযোগিতায় ওই গৃহবধূকে রাস্তার পাশের স্থানে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করে। ওই নারীর ডাকচিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে ঘটনা জানালে অভিভাবকরা পুলিশকে জানান। এই ব্যাপারে গৃহবধূ নিজে বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।