ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ইসলামী ছাত্রসেনার বিজয় দিবস পালন

সালেহ আহমদ (স’লিপক):

ষোল-ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শাহ্ মোস্তফা (রহ.) সড়কস্থ জেলা কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল জেলা শাখার সভাপতি ছাত্রনেতা এস এম জায়েদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ওলীউর রহমান।

জেলা দপ্তর সম্পাদক হাবিবুর রহমান কামরুল এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, পৌর সভাপতি মোঃ সালেহ আহমদ, ইসলামিক যুবফ্রন্ট মৌলভীবাজার জেলা আহবায়ক আব্দুছ ছাত্তার মুরশেদ।

রাজনগর উপজেলা সদস্য হাফেজ জাসেম আহমদের পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াত এবং জেলার অন্যতম সদস্য মাসুদুল করিমের নাত এ রাসূল (দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনা করেন ইসলামি ছাত্রসেনা মৌলভীবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ জুনায়েদ আহমেদ সুমন, সদর উপজেলা সভাপতি মুহাম্মদ ময়নুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ জাতির হোসাইন, মৌলভীবাজার পৌর সহ-সভাপতি মোঃ কাউছার আহমেদ প্রমুখ।