ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গর্জনিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন পিতা-পুত্র

জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

রামুর গর্জনিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এবার প্রাণ হারানো পিতা-পুত্র।

 

সোমবার (২২ এপ্রিল) রাত ১ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকার ঘোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলম (৫৫)পিতা মৃত নুরুল ইসলাম, মোঃ সেলিম (৩৩) পিতা জাফর আলম। স্থানীয় সূত্রে জানা গেছে নিহতরা সম্পর্কে পিতাপুত্র।

 

ঘটনার পর পরেই গর্জনিয়া ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল যান। সেখান থেকে পুলিশ মৃতদেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

স্থানীয় লোকজন ও নিহত পরিবার সূত্রে জানা যায় রাতে বার্মিজ অবৈধ গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গর্জনিয়া ও কচ্ছপিয়া পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।