ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের পটিয়ায় বেলুন উড়িয়ে বর্ষ বিদায় অনুষ্ঠান উদ্বোধন করছেন জেলা পরিষদ চেয়ারম্যান পেয়ারুল ইসলাম

আবদুল হাকিম রানা,পটিয়া :

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব পেয়ারুল ইসলাম বলেছেন পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের চিরায়ত ঐতিহ্য। আমাদেরকে বিদেশি সাংস্কৃতিক আগ্রাসনমুক্ত থাকতে আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের স্মারক বাঙালি সংস্কৃতিকে লালন করতে হবে।

তিনি বিগত বছরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করতে পারার নানা দিক তুলে ধরে বলেন, অন্যতায় স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশকে আবারো পাকিস্তান বানানোর অপচেষ্টা লিপ্ত হতো।

তিনি বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতির ধারা অব্যাহত রাখে মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য অভিভাবক সহ সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানান।

তিনি গতকাল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আম্র কাননে সম্মিলিত বর্ষ বিদায় ও বরণ উদযাপন পরিষদ আয়োজিত বর্ষ বিদায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্রগ্রাম ১২’আসনের এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব পেয়ারুল ইসলাম উদযাপন পরিষদের চেয়ারম্যান সরওয়ার কামাল রাজিবের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সচিব প্রণব দাশ,বিশেষ অতিথি ছিলেন সাবেক মহিলা এমপি চেমন আরা তৈয়ব,প্রবীন রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ,পৌর মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ফারহানা আফরিন জিনিয়া,কেন্দ্রীয় যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম,দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা,সাবেক চেয়ারম্যান একেএম আবদুল মতিন চৌধুরী,চট্টগ্রাম মহানগর পিপি এড.আবদুর রশীদ, উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী ও পহেলী দে।

এতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।