ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাসুদ রানা,পাবনা প্রতিনিধি:

 

পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার রাতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

 

অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম,উপ দপ্তর সম্পাদক রিজভী শাওন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা,যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট আরেফা খানম শেফালী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আইরিন কিবরিয়া কেকা সহ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সকল সদস্যবৃন্দরা।