ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের উখিয়া সার্কেল অফিস পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজার জেলার উখিয়া সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম(বার), পিপিএম।

 

বৃহস্পতিবার ১৮ এপ্রিল ডিআইজি উখিয়া সার্কেল অফিসে পৌঁছলে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,বিপিএম, পিপিএম (বার)। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

 

সার্কেল অফিসের কার্যক্রম ও ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। তিনি সকল অফিসার-ফোর্সকে প্রফেশনালিজম, ডিসিপ্লিন, রুলস-রেগুলেশন্স যথাযথভাবে অনুসরণসহ প্রশাসনিক ও অপারেশনাল বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

এসময় কক্সবাজার জেলার বিভিন্ন থানা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।