ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের ৩ নেতা আটক

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

ময়মনসিংহে বাসে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় হাতেনাতে আটক তিনজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বাদী হয়ে ১৬ জনের নামে ও অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেফতাররা হলেন, নগরীর বাকল্পা এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. আকরাম হোসেন (২৪), চর ঝউগাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. খাইরুল ইসলাম (২৯), রঘুরামপুর এলাকার বক্ত চন্দ্র দে’র ছেলে শুভ চন্দ্র দে (৩০)।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ কামাল আকন্দ প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যার পর বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রঘুরামপুরের বড়ুইকান্দি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় টহল পুলিশ তিনজনকে গ্রেফতার করে।