ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় ট্রাকচাপায় ইউপি সদস্য নিহত

মুহাম্মদ হেলালউদ্দিন, চকরিয়া :

 

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় রুকন উদ্দিন খোকা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তসলিম উদ্দীন নামে তার এক বন্ধু আহত হয়েছেন। নিহত রুকন উদ্দিন উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাবেক মেম্বার আলম বাহাদুরের ছেলে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে চকরিয়া আসার পথে দুপুর ৩টার দিকে মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় পৌঁছলে বিপরীতমুখী মালবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান রুকন উদ্দিন খোকন। এসময় আহত হয় তার বন্ধু প্রবাসী তসলিম উদ্দিন।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেল্পার পালিয়ে যায়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪