ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুবাইয়ের মেট্রো স্টেশন ডুবে গেলো ভারী বৃষ্টিতে

মোহাম্মদ ওসমান চৌধুরী,সংযুক্ত আরব আমিরাত

ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে দুবাইয়ের মেট্রো স্টেশন। মঙ্গলবার ভোরে ভারী বৃষ্টিতে ডুবে যায় দুবাইয়ের অনপ্যাসিভ মেট্রো স্টেশন। স্টেশনের বাইরে থেকে পানি ভেতরে ঢুকেছে। এর ফলে পরিষেবা ব্যহত হয়।

গণমাধ্যমে কে বলা হয়েছে, রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) রেড লাইন বরাবর অনপ্যাসিভ মেট্রো স্টেশনে পরিষেবা বাধা সম্পর্কে দুবাই মেট্রো ব্যবহারকারীদের অবহিত করার জন্য একটি বিবৃতি জারি করে। আরটিএ প্রভাবিত স্টেশনগুলোর মধ্যে চলাচলের জন্য যাত্রীদের জন্য বিকল্প বাস পরিষেবার ব্যবস্থা করা হয়।

অনলাইনে পোস্ট করা বেশ কিছু ভিডিওতে দেখা যায় যাত্রীরা স্টেশনের ভেতরে পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। অনেক যাত্রী তাদের জুতা খুলে ফেলেছেন এবং তাদের ট্রাউজার গুটিয়ে পানির মধ্য দিয়ে স্টেশন থেকে বেরিয়ে যায়।

অপ্রত্যাশিত বন্যা পরিস্থিতির কারণে স্টেশনে মেট্রো থেকে নামার পর কীভাবে গন্তব্যে যাবেন তা নিয়ে অনেক যাত্রী বিভ্রান্ত হয়ে পড়েন।প্রেমের উক্তি মা নিয়ে উক্তি ভালোবাসার উক্তি বাবা নিয়ে উক্তি জীবন নিয়ে উক্তি