ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আকমল আলী রোডস্থ রেললাইন এলাকায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে একজন নিহত: আহত ১

নিজস্ব প্রতিবেদক:

নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ রেললাইন এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৯) নামে একজন খুন হয়েছে।

এ ঘটনায় মো. রিফাত (১৯) নামের আরও একজন আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৯ মে) রাতে আকমল আলী পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মেহেদী হাসান ভোলার লালমোহন থানার গোবিন্দ বাজার এলাকার বাসিন্দা। আহত মোঃ রিফাত ইপিজেড থানাধীন ২নং সাইট আঃ আলী মালুম বাড়ি এলাকার মো:মিন্টুর ছেলে বলে জানা গেছে।

ইপিজেড থানা পুলিশ জানায়, দুইজনের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে কয়েকদিন আগে কথা কাটাকাটি হয়েছিল।

দুজনই পোশাক শ্রমিক। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রেলবিট এলাকায় তারা মুখোমুখি হলে পুনরায় কথা কাটাকাটি থেকে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রাত ১০টার দিকে ছুরিকাঘাতে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। এদের একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত আরেকজন হাসপাতালের জরুরী বিভাগের ওয়ার্ডে ভর্তি আছে।

সূত্র: যমুনা টেলিভিশন