ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ায় শিকারির কবল থেকে ২০০ বক উদ্ধার

কোহিনূর হেলাল, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া থেকে ২০০টি সাদা বক উদ্ধার করা হয়েছে। এ সময় বক শিকারে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট জালও জব্দ করা হয়।

 

শনিবার (২৮ অক্টোবর) উখিয়া উপজেলার রাজাপালংয় ইউনিয়নের মাছকারিয়া বিল থেকে শিকারিদের কবল থেকে এসব বক উদ্ধার করা হয়।

 

জানা যায়, শিকারিরা নানান কৌশলে বিভিন্ন বিল ও খাল থেকে জাল দিয়ে বক শিকার করে আসছে। বক ধরে শিকারিরা রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজারসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে দেয়।

 

উখিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, সাদা বক এখন সব জায়গায় স্বাভাবিকভাবে দেখা মেলে না। শিকারিদের উৎপাতে এসব পাখি বিলুপ্তির পথে। তাই শিকারির কবল থেকে এসব পাখি রক্ষা করতে বনবিভাগ অভিযান শুরু করেছে। অভিযানে ২০০টি সাদা বক উদ্ধার করা হয়েছে। এ সময় বক শিকারে ব্যবহৃত প্রায় ৩ হাজার ফুট জাল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে শিকারিরা পালিয়ে যায়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪