ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনার গয়েশপুরে একটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করলেন -এমপি প্রিন্স

মাসুদ রানা,পাবনা:

পাবনা সদর উপজেলার গয়েশপুরে ইউনিয়নের একটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (০৩এপ্রিল) বিকেলে পাবনা গয়েশপুর জিসিএম ভায়া ইদ্রাল ফ্যাক্টারী পর্যন্ত এ রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

 

উদ্বোধন কালে এমপি প্রিন্স বলেন, দেশের মহাসড়ক ও আঞ্চলিক স্বরূপ উন্নয়নের পাশাপাশি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নত হচ্ছে। সাধারণ মানুষ ভালো যোগাযোগ ব্যবস্থার ফলে অর্থনীতি ভাবে লাভবান হচ্ছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম অঞ্চলের প্রতিটা সড়ক আরো উন্নত হয়েছে যার সুফল পাচ্ছে দেশের মানুষ ।

 

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি, সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হীরক হোসেন, গয়েশপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফারুক হোসেন, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।