ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

হেভিওয়েট মনজুরকে হারালেন মহিউদ্দিন বাচ্চু

নিজস্ব সংবাদদাতা :

চট্টগ্রাম: চট্টগ্রাম-১০ (ভবলমুরিং-পাঁচলাইশ) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।

 

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল ইসলাম মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট।

 

তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের প্রার্থী মনজুর আলম পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫ ভোট। এছাড়া ফরিদ মাহমুদ পেয়েছেন ২ হাজার ৩৮ ভোট। এ আসনে কেন্দ্র সংখ্যা ১৪৮টি।