ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কচ্ছপিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন,

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,

ককসবাজার জেলার রামুর কচ্ছপিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার ( ৫ এপ্রিল) বিকেলে গর্জনিয়া বাজার মসজিদ মার্কেটের তৃতীয় তলায় অনুষ্টিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামশুল আলম শাহীন। সাধারণ সম্পাদক জাবেদুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত মহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ।

বিশেষ অতিথি ছিলেন গর্জনিয়া বাজার সিরাজিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আকবর হেলাল ও গর্জনিয়া বাজার পল্লী চিকিৎসক সমিতির সাবেক সভাপতি মৌ: আলী আকবর।

সভায় সমিতির নেতৃবৃন্দ ও সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এ মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।বক্তারা এ সময় সমিতির কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।