ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিয়ানমারে মালেশিয়াগামী ট্রলার ডুবি! সেন্টমার্টিনে দু’মৃতদেহ উদ্ধার

মোঃ আরাফাত সানি, টেকনাফ

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জোয়ারের পানিতে ভেসে আসা এক নারীসহ দু’জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির মধ্যে একজন নারী ও একজন পুরুষ, যাদের বয়স আনুমানিক ৩৫ বছর ও অন্যজনের বয়স ২৮ বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার সকালের দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে দক্ষিণে হুলবুনিয়া নামক স্থানে সমুদ্র সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের বলেন, শুক্রবার সকালে জোয়ারের সময় অর্ধগলিত দুইটি মরদেহ ভেসে আসে। তবে মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল। মরদেহ দুটির ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংরক্ষণ করা হয়েছে।

 

এদিকে গেল সোমবার মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনায় মিয়ানমারের উপকূলে ১৭টি মৃতদেহ উদ্ধার করেছে। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়ের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ১০জন মহিলা এবং ৭জন পুরুষ ছিল- যাদের সবাই রোহিঙ্গা মুসলিম। তবে ৮ জনকে জীবিত পাওয়া গেছে।

জানাযায়, ট্রলারটি চালক সহ ৫৮ জনকে পরিবহন করছিল। তারা সাগরে ঝড়ের সম্মুখীন হয় এবং বিশাল ঢেউয়ের আঘাতে ডুবে যায়। স্থানীয় পুলিশ এবং উদ্ধার ফাউন্ডেশনের যৌথ উদ্ধার অভিযান কার্যক্রম চালাচ্ছে এখনও ৩৩ জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এই দুই মৃতদের গুলো ওই ট্রলার ডুবির ঘটনার।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট