ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে প্রাইভেট কারসহ মাদক কারবারি আটক

নুর মোহাম্মদ, কক্সবাজার :

 

কক্সবাজার পৌর এলাকায় অভিযান চালিয়ে আবদুল করিম নামের একজন মাদক কারবারি আটক ও তার নিকট থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যবলেটসহ ১টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কক্সবাজার পৌরসভার গাড়ির মাঠ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

পরিদর্শক মোহাম্মদ নুরুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ডিএনসি’র একটি চৌকস দল অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কার জব্দ করে। এসময় একজন মাদক কারবারি কৌশলে পালিয়ে গেছে বলেও জানান তিনি।

 

পরবর্তীতে জব্দকৃত প্রাইভেট কার তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহপরির দ্বীপের মৃত বাদশা মিয়ার পুত্র।

 

আসামীদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে জানা গেছে।

 

এইচে এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট