ই-পেপার | শনিবার , ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রামু ফতেখাঁরকুলের প্রবীণ মুরুব্বী মো: ফেরদৌস’র যানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:

কক্সবাজারের রামু ফতেখাঁরকুল পশ্চিম মেরংলোয়া গ্রামের বাসিন্দা প্রবীণ মুরুব্বী মো: ফেরদৌস এর নামাজের যানাজা শনিবার (১১মে) সকাল সাড়ে ১০ টায় পশ্চিম মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।

জানাযায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহেল সরওয়ার কাজল, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ভূট্টো, রামু সরকারী আদর্শ উচ্চ বিদ‍্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক বখতিয়ার আহমদ প্রমুখ ।

জানাযায় স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাযায় ইমামতি করেন হাফেজ মাওলানা আবুল ফয়েজ আনছারী। গত শুক্রবার রাত ৮টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রবীণ মুরুব্বী মো: ফেরদৌস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৩) বছর। তিনি স্ত্রী ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনীগাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ বিভিন্ন বাধর্ক‍্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে