ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

পাবনা প্রতিনিধি:

পাবনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে দিবসটির প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

 

পরে পাবনা প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখাসহ একাধিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।