ই-পেপার | রবিবার , ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

এমপি জাফরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চকরিয়ায় সংবাদ সম্মেলন

 মুহাম্মদ হেলালউদ্দিন, চকরিয়া

চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম ও তাঁর পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে চকরিয়া, পেকুয়া উপজেলা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা এবং চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে এরিস্টো ডাইন রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী।
বক্তব্য রাখেন- মকছুদুল হক, মোহাম্মদ আবু মুছা, মোঃ সাইফুদ্দিন খালেদ, আবুল কাশেম, জাহেদুল ইসলাম লিটু, লায়ন মোঃ আলমগীর চৌধুরী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এসময় নেতৃবৃন্দ বলেন; চকরিয়া-পেকুয়ায় দীর্ঘ ৪৩ বছর পর নৌকা প্রতীক নিয়ে জাফর আলম সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বিএনপির দূর্গ তকমা পাওয়া চকরিয়া-পেকুয়ার রাজপথ এখন ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত। তাঁর নেতৃত্বে জনসভাগুলো জনসমুদ্রে পরিণত হচ্ছে। সর্বোপরি কক্সবাজারে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্ত ঘাঁটি হিসেবে আলোচিত হচ্ছে।

তারা আরও বলেন- জাফর আলম যখন তাঁর দৃঢ় ও যোগ্য নেতৃত্বে এই জনপদকে আওয়ামী দূর্গে পরিণত করেছেন ঠিক তখনই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারো গুটিকয়েক কর্মীবিচ্ছিন্ন নেতা দলে বিভক্তি সৃষ্টির পায়তারা করছে।