ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সমুদ্রে ৫ দিন ভেসে থাকা জেলে উদ্ধার, নিখোঁজ ১৭ জেলে

বাগেরহাট প্রতিনিধি :

ঘূর্ণিঝড় মিধিলির ঝড়ে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের এক জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা হারনাথ দাল (৫০) নামের এ জেলে টানা ৫ দিন সমুদ্রে ভেসেছিলেন। তার সঙ্গে থাকা ১৭ জেলে একে একে হারিয়ে যায় গভীর সমুদ্রে। শনিবার বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, ১৮ জন জেলেসহ ৫ নভেম্বর বাঁশখালী থেকে সমুদ্রে মাছ ধরতে যায়। পরে ১৭ নভেম্বর ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ড্রাম ও বাঁশসহ বিভিন্ন উপকরণ ধরে ৫ দিন ভেসেছিলেন সমুদ্রে। একপর্যায় একে একে ১৭ জেলে গভীর সমুদ্রে হারিয়ে যায়। বেঁচে থাকা জেলে হারনাথ দাল সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমার পারাদ্বীপ এলাকায় চলে যান। পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেন।

শুক্রবার দুদেশের কোস্টগার্ড দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে ওই জেলেকে হস্তান্তর করা হয়। তাকে শনিবার কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি বেইস মোংলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপঙ্কর দাসের কাছে হস্তান্তর করা হয়।