ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি নিহত

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ এবাদুল্লাহ (৩৫) নামের এক রোহিঙ্গানেতা (মাঝি) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উখিয়া উপজেলার কুতুপালংয়ের ১/পশ্চিম ক্যাম্পের এ/৯ ব্লকে এই হত্যাকাণ্ড ঘটেছে।

ক্যাম্প সূত্র জানায়, হত্যাকাণ্ডের সময়ে ক্যাম্পে অবস্থান করছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল।

এসময় কুতুপালংয়ের ওই ব্লকে ছিলো সফরকারী দলটি। বৃহস্পতিবার সকাল পৌনে দশটায় সেখানে পৌঁছে তারা মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় জীবন ও সম্ভ্রম বাঁচিয়ে পালিয়ে আসা লোকজনের সঙ্গে কথা বলেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে যায়।

 

এইচ এম কাদর,সিএনএন বাংলা২৪: